নিরাপদ পাসওয়ার্ড সেটআপ করার উপায়

ভালো পাসওয়ার্ড সেটআপ করলেও মাঝে মধ্যে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এর অন্যতম কারণ, যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন তা হয়তো নিরাপদ নয়। তাই পাসওয়ার্ড সেট করার সময় কৌশলী হতে হবে। মানতে হয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও।
পাসওয়ার্ড সেট করার সময় কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে। ওই বিষয়গুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি নিরাপদ পাসওয়ার্ড সেট করতে পারবেন। চলুন জানা যাক:

>> পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার মিলিয়ে ব্যবহার করুন। এর সঙ্গে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে রয়েছে, #$%¼&* ইত্যাদি।

নিরাপদ পাসওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্য:

>>কমপক্ষে ১২টি অক্ষর ব্যবহার করা হয়। কারণ পাসওয়ার্ড যত দীর্ঘ হবে – তত ভালো।

>>বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে হয়। কারণ মিশ্র অক্ষর সমন্বিত পাসওয়ার্ড ক্র্যাক করা কঠিন।

>>আপনার ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিল রেখে পাসওয়ার্ড তৈরি করবেন না। যেমন নাম, জন্ম তারিখ, জন্মসাল ইত্যাদি।

>> সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল, হোয়াটঅ্যাপ এরকম ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।

এসব নিয়ম নেমে অ্যাকাউন্ট রাখুন সুরক্ষিত।