হৃদয়স্পর্শি ঘটনাঃ ‘শাড়ি পরিয়ে, গায়ে গরম মোম ঢেলে লাগাতার ধর্ষণ করত কাকা’

‘মাত্র ৮ বছর বয়সে নিজের কাকার কাছে ধর্ষিত হতে হয়েছে তাকে’। এমন বিস্ফোরক মন্তব্য করেন বলিউডের ফ্যাশন ডিজাইনার রোহিত বর্মা। তিনি ‘বিগ বস’র প্রাক্তন প্রতিযোগীও ছিলেন। ভয়াবহ সেই দিনগুলির কথা কাউকে বলতে চেয়েও বলতে পারেননি রোহিত। শুধু তাই নয়, পরবর্তীকালে মুম্বাইয়ে যৌনকর্মী হিসেবে কাজ শুরু করেন। একটি চ্যাট শোয়ে এ বিষয়ে মুখ খুলেছেন রূপান্তরকামী এই ফ্যাশন ডিজাইনার।
সম্প্রতি একটি রেডিও চ্যানেলের চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন রোহিত বর্মা। রোহিত বলেন, আমি সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তবে আমার পরিবারের সদস্যরা ভীষণভাবেই রক্ষণশীল। আমি ঐতিয্যবাহী পরিবারের হয়েও শৈশবেই আমায় ধর্ষণ শিকার হতে হয়েছিল। আর ধর্ষণকারী ছিলেন আমার নিজের কাকা। আমার বয়স তখন মাত্র ৮। উনি আমাকে শাড়ি পরিয়ে গায়ে গরম মোম ঢেলে দিতেন। তারপর চলত লাগাতার ধর্ষণ। সে অভিজ্ঞতা ভয়াবহ। তিন-চার বছর ধরে আমায় লাগাতার ধর্ষণ করা হয়। তখন ভয়ে বাড়ির কাউকে একথা বলতে পারিনি।

সাক্ষাৎকারে রোহিত বলেন, ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আগে মুম্বাইয়ে মহিলাদের পোশাক পরে যৌনকর্মী হিসাবেও কাজ করেছেন তিনি। তবে তার কথায়, সেই কাজ তিনি টাকার জন্যই করেছেন আর সেজন্য কোনো আফশোসও নেই তার। শুধু তাই নয়, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়েও মুখ খোলেন তিনি।

রোহিত জানান, জনপ্রিয় এক অভিনেতার সঙ্গে লিভ-ইন রিলেশনশিপেও ছিলেন তিনি। তবে পরে সেই অভিনেতা তার সঙ্গে প্রতারণা করেন। জানান, ওই অভিনেতার জন্য একবার করবা চৌথের ব্রতও রেখেছিলেন। একসঙ্গে ব্রত ভাঙবেন বলে ভেবেছিলেন, তবে শেষপর্যন্ত তার সেই প্রেমিক সেদিন আসেননি। পরে সেই তারকাকে তিনি অন্য মহিলার সঙ্গে দেখেছিলেন।

প্রসঙ্গত, বলিউডের বহু ছবিতে ফ্যাশান ডিজাইনার হিসাবে কাজ করেছেন রোহিত বর্মা। ‘ম্যায় রনি অউর জনি’ ছবির প্রথমবার কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ করেন রোহিত বর্মা। পরবর্তীকালে ফ্যাশান ছবিতেও কস্টিউম ডিজাইন করেন তিনি। কাজ করেছেন আরো অনেক বলিউডের ছবিতে। ফ্যাশান ছবিতে অভিনেতা হিসাবেও দেখা যায় তাকে। ২০০৯ সালে বিগ বস ৩র প্রতিযোগী হিসাবে দেখা যায় তাকে।