গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কারেন্ট জালে আটকা কই মাছ মুখ দিয়ে খুলতে গিয়ে অসাবধানতাবশত ভেতরে ঢুকে গলায় আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে হাফিজার রহমান (৪৫)।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায়ে হাফিজার বাড়ির পাশে নিজের জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় হাত দিয়ে জাল থেকে কই মাছ খোলার চেষ্টা করে। পরে হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করে। এ সময় অসাবধানতাবশত কই মাছটি মুখের ভেতরে ঢুকে গলায় আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্থনীয়রা তাকে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় কারেন্ট জাল থেকে মুখ দিয়ে দাঁতের সাহায্যে মাছ খুলতে গিয়ে গলায় কই মাছ আটকে হাফিজার রহমানের মৃত্যু হয়েছে।