হুমকি দিয়ে নিতেন টাকা, না দিলে বাড়িঘর-দোকানে দিতেন আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণার অভিযোগে মহিন উদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তিতে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা থেকে তাকে আটক করা হয়। মহিন উদ্দিন জেলার নবীনগর উপজেলার বগডহর মধ্যপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, মহিন উদ্দিন একজন দুর্ধর্ষ অপরাধী ও প্রতারক। সে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ফোন নম্বর সংগ্রহ করতো। এরপর ওই ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করে মোবাইল ব্যাংকিংয়ে টাকা দাবি করে হুমকি দিত। টাকা না দিলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিত।

এরই মধ্যে টাকা না দেওয়ায় সে নবীনগরের তিনটি, ব্রাহ্মণবাড়িয়া সদরের ও হবিগঞ্জ জেলার মাধবপুরে বেশ কিছু বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাকে জেলা গোয়েন্দা শাখা একবার গ্রেফতার করলেও সে জামিন পেয়ে মুক্ত হয়ে যায়। জামিনে মুক্ত হয়ে অন্তত ১৫জনের কাছে বিকাশে টাকা দাবি করেছে এবং বেশকিছু বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে।

সম্প্রতি সদর উপজেলার নন্দনপুরের প্লাস্টিক মালামালের ব্যবসায়ী আব্দুল আহাদকে ফোন দিয়ে বিকাশে টাকা দাবি করেন। আর না হয় তার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি পেয়ে ব্যবসায়ী আহাদ প্রতারক মহিন উদ্দিনকে চার হাজার টাকা পাঠান। এরপর আবার হুমকি দেয় আরও টাকা না দিলে তার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে। এ ভয়ে ব্যবসায়ী আহাদ তার ছেলেকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন।

পরে বিষয়টি পুলিশকে জানালে, সদর মডেল থানার পুলিশ তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক মহিন উদ্দিনকে সুতিয়ারা এলাকা থেকে আটক করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, মহিন উদ্দিনকে আটকের পর আমরা খবর পেয়েছি, সে এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।