হালুয়াঘাটে জমির দ্বন্ধে চাচী খুন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনোয়ারা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন মহাজনীকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, মহাজনীকান্দা গ্রামের রুস্তম আলী আর সমেদ আলী আপন দুই ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। কদিন আগে নিজ সীমার মধ্যে রোপনকৃত একটি গাছ কাটেন রুস্তম আলী। এই গাছ কাটাকে কেন্দ্র করেই সৃষ্টি হয় বিরোধের নতুন মাত্রা। সেই আক্রোশেই ঘটনার দিন বৃহস্পতিবার সকালে সমেদ আলী তার সন্তানদের নিয়ে আক্রমন চালায় ছোট ভাইয়ের স্ত্রীর উপর। এক পর্যায়ে সমেদ আলীর সন্তানগণ চাচী মনোয়ারা খাতুনের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

খবর পেয়ে হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) ইমরান আল হোসাইনের নেতৃত্বে এস আই আবুল খায়েরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বলেন, ভাতিজা সামেদুল ইসলামকে আটক করা হয়েছে।