কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলার তেকনাপাড়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সন্তান প্র;স;বের ঘটনায় এলাকায় চাঞ্চ;ল্য সৃষ্টি হয়েছে।
এতে কুষ্টিয়া মডেল থানায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের (দূর সম্পর্কের নানা) বিরুদ্ধে ধ;র্ষ;ণ মা;ম;লা করে ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ নিজাম মল্লিককে গ্রেপ্তা;র করেছে র্যাব।
সোমবার (১০ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া র্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি জানান, রোববার রাতে কন্দর্পদিয়া গ্রামে আত্মগোপন থাকা অবস্থায় নিজাম মল্লিককে গ্রে;প্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর কুষ্টিয়ার দহকুলার তেকনাপাড়া গামে একটি পুকুরের পাড় থেকে নব;জাতক শিশুকে পরি;ত্যক্ত অব;স্থায় উদ্ধার কারা হয়। পরে শিশুটিকে গ্রামের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরবর্তীতে এলাকায় নবজাতকের মায়ের পরিচয় জানাজানি হলে যৌ;ন নি;র্যা;ত;নের বিষয়টি সামনে আসে। ওই ছাত্রীর বা;বা বাদী হয়ে কুষ্টিয়া মডেল
থানায় নিজাম মল্লিকের বিরুদ্ধে ধ;র্ষণ মা;ম;লা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধ;র্ষ;ণ করে দূর সম্প;র্কের নানা নিজাম মল্লিক। এতে মেয়েটি অ;ন্তঃস;ত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুখ খুললে হ;ত্যা;র হুমকিও দেওয়া হয় তাকে।
গত ৪ অক্টোবর ওই ছাত্রী কন্যা সন্তান প্রসব করে নবজাত;ককে নিজাম মল্লিকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফে;লে রেখে যায়। নিজাম মল্লিক দহকুলা গ্রামের জোনাপ মল্লিকের ছেলে। তাকে আদা;লতে পাঠানো হচ্ছে।