সকালে এসে আমাকে দেখে যাবি, হয়তো আর কথা হবে না; যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের ফাঁকা মাঠে একটি বাবলা গাছের সাথে লিখন খাঁ (২৩) নামে এক গাড়িচালকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। এটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

শনিবার (১৫ অক্টোবর) ভোররাতের দিকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা স্বজনদের। লিখনের চাচাতো ভাই জানান, ভোররাতে তাকে ওই গ্রামের এক ব্যক্তি ফোন করে লিখনের বাড়িতে গিয়ে দেখতে বলেন, লিখন কী করছে। লিখন মোবাইল ফোনে ওই ব্যক্তিকে বলেছেন, সকালে বাড়ি এসে আমাকে দেখে যাবি। তোর সাথে হয়তো বা আর কথা হবে না। লিখনের বাবাকে এ কথা জানানো হলে, তিনি ঘরে গিয়ে দেখেন, ফ্যান ঘুরছে, তবে সেখানে তার ছেলে নেই।

তখন থেকেই খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি থেকে বেশ দূরে রাস্তার ধারে ফাঁকা মাঠের মধ্যে একটি গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে পথচারীরা। তখন বিষয়টি জানাজানি হয়।

মৃত্যুর আগে তার ব্যবহৃত মোবাইল ফোনের সাথে থাকা সাদা কাগজে তিনি লিখে গেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে লিখনকে নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ আলোচনা হচ্ছে। সবাই বলছে, সে ভালো ছেলে, খুবই পরিশ্রমী এবং সাদা মনের মানুষ। তবে পারিবারিক কলহের জেরে হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে পরিবারের লোকজন অবশ্য কিছু বলেনি।

স্থানীয় কোলা ক্যাম্পের আইসি এসআই নেওয়াজ মোর্শেদ জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গাছ থেকে লাশ নামিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।