পাবনার ঈশ্বরদীতে মায়ের ওপর অভিমান করে রাইফা তামান্না (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার পূর্বটেংরী ঈদগাহে রোডে এ ঘটনা ঘটে।
রাইফা তামান্নার বাবা পাবনার সাঁথিয়া থানায় এসআই (পুলিশ উপ-পরিদর্শক) পদে কর্মরত রয়েছেন। ঈশ্বরদী থানায় কর্মরত থাকাকালীন সময় থেকে সপরিবারে ভাড়া বাসায় বসবাস করছেন।
স্থানীয়রা জানান, রাইফা তামান্না মায়ের মোবাইল ফোন ব্যবহার করতো। সোমবার সন্ধ্যায় মা মোবাইল ফোন নিয়ে নিজের কাছে রেখে দেন। তামান্না ফোন চাইলে সেটি না দেওয়ায় অভিমান করে সে নিজ ঘরে চলে যায়। পরে সেখানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সে এবার ঈশ্বরদী এসএম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।