রাজশাহীর বাগমারায় বিয়েবাড়িতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাজেদুর রহমান (২৮) উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিলবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
জানা যায়, গত ২৮ অক্টোবর বাড়ীপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অভিযোগ ওঠে, বিয়েতে এক স্কুলছাত্রীকে দুই কিশোর যৌন হয়রানি করেছে। এ সময় নির্যাতিতা তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিয়ে বাড়ির লোকজন যৌন হয়রানির সঙ্গে জড়িত দুই কিশোরকে ধরে ফেলে। পরে তাদের চড় মেরে আটক করে অভিভাবকদের জানানো হয়। তবে একই দিন ও রাতে অভিভাবকরা মুচলেকা ও জরিমানা দিয়ে দুই কিশোরকে ছেড়ে দেয়।
এদিকে গত ৯ অক্টোবর বাইগাছা এলাকায় দুই কিশোরকে শায়েস্তা করতে আসা বারইপাড়া গ্রামের আকাশ হোসেন নামে এক যুবককে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনার জের ধরে সোমবার বিকেলে উপজেলার রাঘোপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় সাজেদুরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদুরের মৃত্যু হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে লাশ পরিবারের কাছে পাঠানো হয়। তিনি বলেন, পরিবারের দাবি, তার শরীরে ও মাথায় গুরুতর জখম হয়েছে। শত্রুর আক্রমণে ঘটনাস্থলেই সাজেদুর মারা যান। এ ঘটনায় তার পরিবার থানায় মামলা করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।