বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মাকে ধ’র্ষ’ণের কথা জানালো ১০ বছরের শি’শু

বগুড়ার আদম’দীঘিতে ১০ বছর বয়সী শি’শুকে ধ’র্ষ’ণের অ’ভিযোগ উঠেছে ম’স’জিদের এক মুয়াজ্জিনের বি’রু’দ্ধে। এ ঘটনায় অ’ভিযু’ক্ত ইয়ামিন হোসেনকে গ্রে’প্তা’র করেছে পু’লিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজে’লার সান্তাহার পৌর শহরের হাটৎপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রে’প্তা’র ১৭ বছর বয়সী ইয়ামিন জয়পুরহাটের আক্কেলপুর উপজে’লার চিচু’রিয়া গ্রামের শামছুল জামাল মুকুলের ছে’লে। তিনি হাটৎপাড়া ম’স’জিদের মুয়াজ্জিন।

স্থানীয়রা জানায়, হাটৎপাড়া মালগুদাম দারুল নাজাত রহমানিয়া মাদরাসায় হিফজ বিভাগে পড়াশোনার পাশাপাশি ম’স’জিদের মুয়াজ্জিন হিসেবে কাজ নেন ইয়ামিন। ম’স’জিদটির ই’মামের কাছে আরবি পড়ে ১৫-২০ শি’শু। বৃহস্পতিবার বিকেলে ই’মাম না থাকায় শি’শুদের আরবি পড়ান মুয়াজ্জিন।

বিকেল সাড়ে ৫টার দিকে সবাইকে ছুটি দিয়ে আরো পড়া রয়েছে জানিয়ে ১০ বছর বয়সী মে’য়েকে থাকতে বলেন তিনি। পরে ম’স’জিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে ধ’র্ষ’ণ করেন। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মা-বাবাকে ধ’র্ষ’ণের কথা জানায় ভুক্তভোগী শি’শুটি। পরে ইয়ামিনকে ধরে পু’লিশে খবর দেন স্থানীয় লোকজন।

আদম’দীঘি থা’নার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় ইয়ামিনের বি’রু’দ্ধে থা’নায় মা’ম’লা করেছেন ভুক্তভোগী শি’শুটির বাবা। শুক্রবার তাকে আ’দা’লতের মাধ্যমে কারাগারে ও ভুক্তভোগী শি’শুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতা’লে পাঠানো হয়েছে।