টাঙ্গাইলের সখীপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মো. শাহীন মিয়ার (২২) মৃত্যু হয়েছে। এ সময় সানোয়ার হোসেন নামের আরেক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সখীপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া সখীপুর পৌরসভার মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, সখীপুরগামী প্রাইভেটকারটি সাবেদের চালা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শাহীনের মৃত্যু হয়।
সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত চালক শাহীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।