পরকীয়া প্রেমে লিপ্ত স্বামী, স্ত্রীকে মুখে বিষ ঢেলে হত্যা

কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন এর চন্ডিপুর গ্রামের স্বামীর পরকীয়া প্রেমের বলি রুমি আক্তার (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার বিকালে ওই গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৩ টায়।

স্থানীয় সূত্র, মেয়ে, মা ও বাবা, পুলিশ জানায়- শুক্রবার বিকালে উপজেলার মালাপাড়া ইউনিয়ন এর চন্ডিপুর গ্রামের স্বামী মনির হোসেন এর বাড়িতে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করার অভিযোগ করেছে। নিহত পিতা মাতা অভিযোগ করে বলেন, রুমিকে শারীরিক নির্যাতন করে তার মুখে বিষ ঢেলে দিলে তার কান্না কাটি শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ওই গৃহবধূকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার রুমি আক্তার কে মৃত্যু ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর লাশ ব্রাক্ষণপাড়া থানায় আনা হলে থানায় হাজির হন এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন। রুমির লাশ ব্রাক্ষণপাড়া থানায় আনা খবর পেয়ে দেখা যায় রুমির মায়ের আহাজারি।

রুমির মা সাংবাদিক কে জানান আমার মেয়ের সাথে বিগত ৪ বছর আগে মনির হোসেন এর সাথে বিবাহ হয়। বিয়ের কিছু দিন ভালো কাটলেও পরে সংসারে চলে কলরোহ ঝগড়া বিবাদ। এর পর মনির হোসেন পরকীয়া প্রেমে লিপ্ত হন। পরকীয়া প্রেম বাধা হয়ে দাঁড়ায় স্ত্রী রুমি আক্তার। বাধা দিলে রুমিকে মারধর ও করা হয়। তাদের ৪ বছর সংসার জীবনে মিনহাজ নামে ২ বছর একটি পুত্র সন্তান ও রয়েছে। মারা যাওয়ার সময় রুমি ৭ মাসের গর্ভবতী ছিল বলে তার মা জানায়।

রুমির বাবা অদু মিয়া সাংবাদিক কে জানান, আমার মেয়ে বিষ খেয়ে মারা যায়নি, রুমিকে হত্যা করা হয়েছে। আমি রুমির স্বামী মনির হোসেন এর ফাঁসি চাই।

এলাকায় স্থানীয় মেম্বার শরীফুল ইসলাম বলেন, বিগত ৪ বছর আগে বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের অদুদ মিয়া কন্যা সাথে মালাপাড়া ইউনিয়ন চন্ডিপুর গ্রামে দ্বিতীয় বিবাহিত মনির হোসেন এর সাথে ইসলামি শরিয়া মোতাবেক ৩ লাখ টাকা কাবিনে বিবাহ হয়। তিনি আরো বলেন, আমি তাদের পরিবারের বিষয় নিয়া ৩ টা সালিশ বৈঠক করেছি। মনির হোসেন একজন প্রতারক ও ফ্রট, সে পরকীয়া প্রেমে লিপ্ত। এক সময় তার ভাইয়ের স্ত্রীর সাথে সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায়।

ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এটি আত্মাহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ বিষয়ে নিয়ে তদন্ত চলছে। পরকীয়া প্রেমিক মনির হোসেন কে পুলিশ থানায় আটক করে নিয়ে আসেন। এই বিষয় মামলা প্রক্রিয়াধীন।