সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে না জানিয়ে বিয়ে করায় প্রেমিকের বাসায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গণ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ব্যাপারে ডাক্তার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার(০৫ অক্টোবর) রাতে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। এর আগে দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় প্রেমিকের ফ্ল্যাটে গিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। প্রেমিককে আটক করে থানায় এনেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত প্রেমিক ঢাকার দোহার থানার রাধানগর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ ফিরোজ আলম(৩১)। তিনি পেশায় একজন চিকিৎসক, স্থানীয় একটি পোশাক কারখানায় মেডিকেল অফিসার হিসেবে তিনি কাজ করতেন।গত ৬ মাস আগে আরেক চিকিৎসককে বিয়ে করেন তিনি। আত্মহত্যাকারী নুসরাত মিম ওরফে কুলসুম(২৬) গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী ছিলেন।