শরীয়তপুরের ডামুড্যায় ডোবায় নিখোঁজ ব্যাংক কর্মচারী আজিজুর রহমান মাছুমের (৪০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবার) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেবর) রাত থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে তার কোনো খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয় এবং ফেসবুকে একাধিক পোস্ট করাসহ থানায় একটি জিডিও করা হয়।
নিহত আজিজুর রহমান মাছুম ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আব্দুল আলী মাস্টারের ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের ডামুড্যা শাখার মাঠ সহকারী ছিলেন।
আরও পড়ুন: দু-বছর পর নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিহত আজিজুর রহমান মাছুমের স্ত্রী ফারজানা বলেন, ‘আমি গত বৃহস্পতিবার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে যাই। উনি আমাদের গাড়িতে তুলে দেন এবং ভালোভাবে থাকতে বলেন। আমি পৌঁছে তাকে ফোন দিয়ে জানাই। এরপর গত শুক্রবার রাত থেকে তাকে একাধিকবার ফোন করেও পাইনি। এরপর শনিবার সকালে আমার ভাসুরকে ফোন দিয়ে জানাই। আমার ভাসুরও তাকে কোথাও খুঁজে পাননি।’
তিনি বলেন, ‘আমি আমার এই দুই সন্তান নিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াবো। তাছাড়া আমার গর্ভেও সন্তান রয়েছে। কারা আমার এ সর্বনাশ করেছে আমি তাদের বিচার চাই।’
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এছাড়া পরিবারের সঙ্গে আলোচনা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।