জয়পুরহাটে ঘুমের বড়ি খেয়ে এক কিশোরের আত্মহত্যা

সদর উপজেলার মাদারগঞ্জ এলাকা থেকে সোমবার সকালে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করা শরীফুল ইসলাম (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আত্মহত্যা করা যুবক শরীফুল ইসলাম হচ্ছে মাদারগঞ্জ ইসলামনগর এলাকার লেবু আকন্দের ছেলে। তিনি আরও জানান, রবিবার সন্ধ্যা রাতে পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় শরীফুলের। এই রাগে রাতে অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে অনেক ডাকাডাকি করে না উঠলে দরজা ভেঙ্গে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তার একটু মানসিক সমস্য ছিল বলেও জানান, পিতা লেবু আকন্দ। খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং শরীফুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ তার শরীরে আঘাতের কোন চিণ্হ পায়নি।

এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।