গাজীপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল জলিল (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ৮টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল জলিল নলজানী মধ্যপাড়া এলাকার মৃত ডাক্তার সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল জলিলের। এর জের ধরে জলিলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তরা ঘর তালাবদ্ধ করে পালিয়েছে।