চলতি বছর যেন সুখবরের ডাকবাক্স হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কাছে। এ বছরই কন্যাসন্তানের বাবা হয়েছেন। এবার ঘরে আনছেন পুত্রবধূ।
সম্প্রতি তার বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বাগদান সম্পন্ন হয়েছে। এবার হয়ে গেল মেহেদি অনুষ্ঠানও। চলতি সপ্তাহেই হবে বিয়ে।
জানা গেছে, রোববার (০২ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজারে ঘরোয়াভাবে শাফকাত আসিফ রণ ও পাত্রী ইসমত শেহরীন ঈশিতার মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ নিজেই জানিয়েছেন।
মধ্যরাতে মেহেদি অনুষ্ঠানের ৪টি ছবি প্রকাশ করে আসিফ লেখেন, সুন্দরভাবেই শেষ হলো রণ-ঈশিতার মেহেদী সন্ধ্যা। সবার প্রতি কৃতজ্ঞতা। দোয়া চাই। ভালবাসা অবিরাম…
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ফেসবুক আসিফ জানান, গোপালগঞ্জের মেয়ে ঈশিতার সঙ্গে তার বড় ছেলের আংটি বদল হয়েছে ২৪ সেপ্টেম্বর। ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই পরিচিত ছিল তাদের হবু পুত্রবধূ।
ছেলের বিয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন আসিফ। তার ভাষায়, সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারো মেয়ের বাবা হয়েছি, স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই।