ছেলের মৃত্যুর সাত ঘণ্টা পর চলে গেলেন মা

পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ শব্দ মা। মা ও সন্তানের সম্পর্কের কোনো শেষ নেই। উক্তিটি প্রমাণিত হলো আবারো। চট্টগ্রামের মীরসরাইয়ে ছেলে নুরুন্নবীর (৩৮) মৃত্যুর সাত ঘণ্টা পর মৃত্যুশোকে মারা গেছেন মা ছকিনা বেগম (৫৫)। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এইদিন ভোর পাঁচটার দিকে মারা যান আবুল খায়েরের ছেলে নুরুন্নবী এবং দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান মা ছকিনা বেগম। স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন, ছেলের মৃত্যুতে মাতম মা ছকিনা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এতেই তার মৃত্যু হয়েছে। এদিকে মা-ছেলের মৃত্যুতে নুরুন্নবীর খালা রেহানা আক্তার ও মেয়ে রোকসানা (১৩) অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় রেহানা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মামাতো বোন নূর ছাপা বলেন, নুরুন্নবীর মঙ্গলবার ভোর ৫টায় বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। তখন থেকে ছেলের লাশের পাশে বসে কাঁদছিলেন মা ছকিনা বেগম। দুপুর সাড়ে ১২টার দিকে তিনিও মারা যান। জোহরের নামাজের পর জানাজা শেষে নুরুন্নবীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ছকিনা বেগমের ছোট ছেলে ওমান থেকে আসার পর বুধবার জানাজা শেষে দাফন করা হবে।

ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছেলের মৃত্যুশোকে মায়েরও মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি, তাদের শোকে আরও দুইজন অসুস্থ হয়ে পড়েছেন।