ফেনীর সোনাগাজীতে মা;রা;মা;রির ঘ;টনায় করা মামলায় চার মাসের সাজা এড়াতে দীর্ঘ পাঁচ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হয়নি আবদুর রহিমের (৩২)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফেনী শহরের বোনের বাসা থেকে তাকে গ্রে;প্তা;র করে বৃহস্পতিবার আ;দাল;তের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল রহিম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় এলাকার আবু ছায়েদের ছেলে।
জানা গেছে, ২০১৬ সালে মা;রামারি;র অভিযোগে আবদুর রহিমসহ কয়েকজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মা;মলা হয়। ওই মামলায় তাকে গ্রে;প্তা;র করে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আ;ত্মগোপন করেন আবদুর রহিম। পরবর্তীতে গো;পনে সৌদি আরব চলে যান।
এদিকে মামলার শুনানি শেষে ২০১৭ সালে আদালত আবদুর রহিমকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেন। অপর আসামিরা গ্রে;প্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা খেটে কা;রা;গার থেকে বের হলেও আবদুর রহিম পলাতক ছিলেন।
সোনাগাজী থানার উপপরিদর্শক মো. মাহবুব আলম সরকার বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আবদুর রহিমের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু প্রবাসে থাকায় কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসে (সেপ্টেম্বর) দেশে আসেন আবদুর রহিম। পরে ফেনী শহরে তার বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, আবদুর রহিমকে আদা;লতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।