চাচাত ভাইদের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু, আটক ১

চাচাত ভাইদের সঙ্গে জমি নিয়ে সংঘর্ষে আহত আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামে ঘটে।

লাঠির আঘাতে গুরুতর আহত আমজাদ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানা যায়।

মারা যাওয়া আমজাদ হোসেন খালকুলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এ ঘটনায় নিহত আমজাদ হোসেনের চাচাত ভাই উজ্জাল হোসেনকে আটক করেছে পুলিশ।

প্রতিবেশী নিয়ামত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানের সীমানা পিলার নিয়ে আমজাদ হোসেনের চাচা মসলেম উদ্দিনের ছেলে মুক্তার হোসেন, মনোয়ার হোসেন,

উজ্জ্বল হোসেন ও নবীনের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চাচাত ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হন।

আহতাবস্থায় আমজাদ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আমজাদ হোসেনের চাচাত ভাইয়েরা সবাই আত্মগোপনে রয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চাচাত ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে পৌর এলাকার খালকুলা গ্রামে আমজাদ হোসেন নামের আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।