কুমিল্লায় পুত্রবধু ধর্ষণের অভিযোগে শশুর কারাগারে

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শশুর লিটন মিয়া (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড রামচন্দ্রপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তথ্যটি রোববার সকালে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, শুক্রবার রাতে ওই গৃহবধুর শাশুড়ী বেড়াতে যায় এই সুযোগে শশুর লিটন মিয়া রাতে দুইবার তার পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে গৃহবধূ থানায় এসে শশুর লিটন মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরো বলেন, শশুর লিটন মিয়া পুত্রবধু কে ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন। পুলিশ মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন। পুলিশ লিটন মিয়াকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে গৃহবধু বাদী হয়ে শশুর লিটন মিয়াকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে শশুর বাড়ীতে থাকেন। শুক্রবার তার শাশুড়ী বেড়াতে যায়। রাত আনুমানিক ১ টায় শশুর তাকে প্রথমে জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে তিনি আবারো তার ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয় বার ধর্ষণ করে।

এই দিকে লিটনের ছেলে জাহিদুল ইসলাম (শুভ) বলেন, আমার ভাবীর সাথে আমাদের মনমালিন্য হয়েছে তবে, এই ঘটনা সম্পর্কে আমি সকালে বাবা পুলিশ ধরে নিয়েগেছে, এই ঘটনানপুর্ব শুত্রুতা জেরে মনে হচ্ছে, এই ঘটনা সঠিক বিচার হউক। লিটনের স্ত্রী রাবেয়া বলেন, আমি বাড়িতে ছিলাম না এসে শুনছি।