দাফ;নের ১৫ মাস পর কবর থেকে গৃহবধূর ম;র;দেহ উত্তোলন

জামালপুর জেলার মাদারগঞ্জে দাফনের ১৫ মাস পর ক;ব;র থেকে সিমা খাতুন (৩০) নামে এক গৃ;হবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নিহতের স্বামীর বাড়ি কড়াইচোড়া ইউনিয়নের মহিষ বাথান শাহাজালাল মোড়র পাশের কবর থেকে মর;দেহটি উত্তোলন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকিয়ার জেরে নিহত হন সিমা খাতুন। নিহতের স্বামী মোস্তা;ফিজুর রহমানের সাথে সিমার বড় ভাই শাহজামালের স্ত্রীর প;রকি;য়া সম্পর্ক গড়ে উঠে। হঠাৎ বি;শেষ রোগে সিমা খাতুন মারা যান। এর কিছুদিন পর শাহজা;মালের মৃ;ত্যু হলে সন্দেহের সৃষ্টি হয়।

পরে নিহত শাহজামালের পিতা ইউসুফ আলী বাদি হয়ে গত ৪ অক্টোবর একটি হ;ত্যা মাম;লা দা;য়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে মাদারগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সালামের সহযোগিতায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের উপস্থিতিতে নিহ;তের স্বামী;র বা;ড়ি ক;বর থেকে লাশ;টি উত্তো;লন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার মর;দেহ উত্তো;লনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃ;ত্যুর সময় থা;নায় কোন কিছু জা;নানো হয়নি।

হঠাৎ নিহ;তের পিতার অভিযো;গের পরিপ্রেক্ষিতে আ;দালতের নির্দেশে সিমা খাতুনের লা;শ উত্তোলন করে মেডিকেল রিপোর্টের জন্য জামালপুর জেনারেল হাস;পাতালে প্রেরণ করা হয়েছে।