অবস্থার অবনতি, কাটা হচ্ছে শিল্পী আকবরের পা

জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবরের পা কেটে ফেলা হবে। রোববার বিকেল সাড়ে ৫টায় অপারেশনের মাধ্যমে এ চিকিৎসাকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আকবর।

দীর্ঘ ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন এই শিল্পী। তার শরীরে বাসা বেধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ। ইতিমধ্যে তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তাঁর ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। এর মাঝেই আবার কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে আবার বাড়িতে ফিরেও এসেছেন।এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, হসপিটালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার।

পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা কেটে ফেলতে হবে। তা না হলে এই পচন ছড়িয়ে পড়বে অন্য অঙ্গতেও। তার স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, পা কেটেই ফেলতে হবে। তারপরও যদি পা বাঁচানো যায়, সেই চেষ্টা করবেন তাঁরা। তাঁকে এখন অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।’

উল্লেখ্য, কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে।