রাজধানীর পল্টন এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অজ্ঞাতপরিচয়ের (৫০) এক ব্যাক্তি অচেতন হয়ে পড়ে থাকার খবর পাওয়া গেছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে পল্টন এলাকায় রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দুপুর দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।